ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী

২-১ সিরিজ জিতবে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইদানীং বিশ্ব ক্রিকেটে যার ভবিষ্যদ্বাণী সব চেয়ে সাড়া ফেলেছে, তিনি হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। গত অ্যাসেজ সিরিজে পন্টিং ভবিষ্যদ্বাণী করেছিলেন, অস্ট্রেলিয়া ৪-০ জিতবে। ঠিক তাই হয়েছে। এ বারও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

তিনি বলে দিয়েছেন, অস্ট্রেলিয়া ২-১ জিতবে। পাশাপাশি আরও দুটো ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।

অস্ট্রেলিয়ার সিরিজ জয়ের ভবিষ্যদ্বাণী করার পাশাপাশি পন্টিং চান, চার টেস্টের পিচ যেন পেসারদের সাহায্য করে। ‘আমি চাই, পিচ থেকে পেসাররা যেন সাহায্য পায়। সে রকম পিচে ওদের বোলারদের বিরুদ্ধে আমাদের ব্যাটসম্যানরা যতটা স্বচ্ছন্দে ব্যাট করবে, আমাদের বোলারদের বিরুদ্ধে ওদের ব্যাটসম্যানরা সেটা করতে পারবে না।

গত চল্লিশ বছরে আমরা দেখেছি, অস্ট্রেলিয়ার প্রাণবন্ত পিচে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয়রা। তাই এ বারও সে রকম পিচ হলে ভাল হয়,’ ব্যাখ্যা দিয়েছেন পন্টিং।

ভারত প্রথম টেস্ট খেলতে নামছে অ্যাডিলেডে। অনেকেই মনে করছেন, যেখানে সাহায্য পেতে পারেন স্পিনাররা। কিন্তু পন্টিং জানিয়েছেন, গত দু’বছরে অ্যাডিলেডে পিচে ভালই ঘাস ছিল। পন্টিংয়ের মন্তব্য, ‘গত দু’বছরে অ্যাডিলেডের পিচে যে রকম ঘাস দেখেছি, সে রকম থাকলে অস্ট্রেলিয়া খুশিই হবে।’

তথ্যসূত্র : আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি