ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

৫ উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:১৫, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রথম সেশন শেষ। এ সময়ের মধ্যে ২ উইকেটে ৮৭ রান করেছে বাংলাদেশ। অভিষিক্ত সাদমান ইসলামকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সৌম্য সরকার। কিন্তু ফের ব্যর্থ হন তিনি। প্রথম টেস্টে দুই ইনিংস মিলে করেন মাত্র ১১ রান। তাই ঢাকা টেস্টে সতর্ক শুরু করেন সৌম্য। তবু ব্যর্থতার ঘেরাটোপ থেকে বের হতে পারেননি তিনি। রোস্টন চেজের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ওপেনার (১৯)। এদিকে ক্রিজে আসার পর থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন মুমিনুল হক। দ্রুত রান তুলছিলেন। শেষ পর্যন্ত এর খেসারত গুনে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। এরপর ফিরলেন মোহাম্মদ মিঠুন। দেবেন্দ্র বিশুর বলিং তোপে বোল্ড হন তিনি। ৬১ বোল খরচে ২৯ রান তুলতে পেরেছেন মিঠুন। এরপর সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। ১৯৯ বোল খুইয়ে ৭৬ রান সংগ্রহ করেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ - ৬৯ ওভারে ১৯৪/৫
দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। চট্টগ্রামে দাপুটে জয়ের পর ঢাকা টেস্টেও দুর্দান্তভাবে জিতে সিরিজ জয় লক্ষ্য স্বাগতিকদের। এ টার্গেটে খেলতে নেমে টস ভাগ্যকে পাশে পান টাইগার দলপতি সাকিব আল হাসান। প্রথম টেস্টের মতো টস জিতে এ টেস্টেও আগে ব্যাটিং নেন তিনি।
এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ দলে আনা হয়েছে দুই পরিবর্তন। ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই এ সিদ্ধান্ত। অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার সাদমান ইসলামের। দলে ফিরেছেন লিটন দাস। অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিমের ‘ব্যাকআপ’ হিসেবে একাদশে ঢুকেছেন তিনি। চট্টগ্রাম টেস্টে মাত্র চার ওভার বোলিং করা মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে। এ নিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়া টেস্ট খেলতে নেমেছে টিম বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ :
সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ :
ক্রেইগ ব্র্যাথওয়েট, কাইরন পাওয়েল, শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শান ডাওরিচ, দেবেন্দ্র বিশু, জোমেল ওয়ারিক্যান, শারমন লুইস ও কেমার রোচ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি