ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

অভিষেকেই হাফ সেঞ্চুরি সাদমানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:১৮, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মাঠে গড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টের একাদশে বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন। উইকেটরক্ষক হিসেবে দলে ফিরেছেন লিটন দাস। একই সঙ্গে ওপেনার হিসেবে অভিষেক হয়েছে সাদমান ইসলামের। তবে মজার বিষয় হচ্ছে- মাঠে নেমেই ব্যাট হাতে জ্বলে উঠেছেন অভিষিক্ত সাদমান ইসলাম। ক্যারিয়ারের এই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার।

ওপেনিংয়ে নামা অভিষিক্ত সাদমান ইসলাম ১৯৯ বলে খেলেছেন ৭৬ রানের একটি ইনিংস। এরপর তিনি আউট হয়ে ফিরে যান। তবে অভিষেকে ৭৬ রানের এই ইনিংসের মধ্য দিয়ে নিজের দক্ষতার পরিচয় দিলেন সাদমান।
উল্লেখ্য, সবচেয়ে অবাক করার বিষয় হলো এই টেস্টে বাংলাদেশ দলে নেই কোনো পেসার।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি