ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

চার হাজার ছুঁয়ে তামিমের পাশে মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৯, ৩০ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৩০, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। এবার বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রান পূর্ণ করলেন টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।  

ব্যাটিংয়ে নামার আগেই মাইলফলকের সামনে ছিলেন মুশফিক। মাত্র ৮ রান দূরে ছিলেন এই উইকেটরক্ষক। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া ঢাকা টেস্টে ৬৪তম ওভারে বিশুকে অফ ড্রাইভ করে এক রান নিয়ে চার হাজার রান পূর্ণ করেন তারকা ক্রিকেটার।

মুশফিকের আগে ৫৬ ম্যাচের ১০৮ ইনিংসে ৪০৪৯ রান ছিল তামিমের। ৬৫ ম্যাচের ১২২ ইনিংসে ৩৯৯২ রান ছিল মুশফিকের। আজ রান করে সাজঘরে ফেরায় তার রান দাড়ায় ৪০০৬-এ। এ ছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ৫৪ ম্যাচ ১০২ ইনিংসে ৩৭২৭ রান করেছেন।

চার হাজারি ক্লাবে নাম লেখাতে তামিমের লেগেছে ৫৫ টেস্ট। আর মুশফিকের লাগল ৬৬ টেস্ট।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি