ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪

শুরুতেই ৫ ইউকেট হারিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০৬, ১ ডিসেম্বর ২০১৮

শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই সাকিব তুলে নিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে সফরকারীরা। ৬ রানে একটি, ১৭ রানে একটি এবং ২০ রানে আরও একটি উইকেট তুলে নেয় সাকিব বাহিনী। ফলে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৫০৮ রানে।
নতুন বলে শুরুতে আক্রমণে আসেন সাকিব। বোলিংয়ে প্রথম ওভারে তিনি তুলে নিয়েছেন উইকেট। ইনিংসের ষষ্ঠ বলে ঘূর্ণি জাদুতে ব্র্যাথওয়েটকে বোকা বানিয়ে বোল্ড করে ফেরান। ইনিংসের শুরুতেই ক্যারিবিয়ানদের চেপে ধরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও নিজেদের করে নেয় বাংলাদেশ।
মাহমুদউল্লাহর সেঞ্চুরির সঙ্গে তিন হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা স্কোরে জমা করেছে ৫০৮ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ- ২৯/৫

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি