ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট তাণ্ডব

শচীন-ইনজামামকে ছুঁয়ে ফেললেন কোহলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নিজদের ইনিংসের ১২তম বাউন্ডারিটা মেরে কোহলির ব্যাটে আসলো আরও এক সাফল্য। চলতি বছরে স্বপ্নের মতো পারফর্ম করছেন বিরাট। ২০১৮-তে এই নিয়ে পঞ্চম সেঞ্চুরি করে বসলেন তিনি। আর এতেই বোঝা যায় তিনি মুখে কথা কম বললেও, ব্যাট কথা বলেন। নিজের ২৫তম সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট কোহলি নিজের দক্ষতাটা আবারও দেখিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটকে।
২৫তম টেস্ট সেঞ্চুরির মধ্যে সাতটাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই সাতটার মধ্যে ছয়টা শতরান আবার অস্ট্রেলিয়ার মাটিতেই। অভাবনীয় রেকর্ড এটি। সেই সঙ্গে ছুঁয়ে ফেললেন ইনজামাম-উল-হক ও শচীন টেন্ডুলকারকে। অস্ট্রেলিয়ার মাটিতে ছয়টা সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। এবার কিং কোহলিও ব্র্যাডম্যানের দেশে ছয় নম্বর সেঞ্চুরিটা হাঁকিয়ে বসলেন। ছুঁয়ে ফেললেন শচীন টেন্ডুলকারকে।

এদিকে, টেস্ট ক্রিকেটে ২৫ নম্বর সেঞ্চুরি করে স্পর্শ করলেন পাক কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হককে। 

এই সেঞ্চুরিতে কোহলিকে মাঠে সঙ্গত দিয়েছেন রাহানে। ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন তিনি।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি