ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ খেলবে হোপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ১৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আগামীকাল সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ক্যারিবীয় দলে যোগ দিয়েছে টি-টয়েন্টির স্পেশালিস্টরা। তাতে শক্তি বেড়েছে দলের কিন্তু শঙ্কা থেকে গিয়েছিল দুই ওয়ানডেতে টানা শতক হাঁকানো শাই হোপকে নিয়ে।

শেষ ওয়ানডেতে খেলেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। ব্যাঘাত ঘটে ইনিংসের শেষ ওভারের সময়! সাইফুদ্দিনের বাউন্সার আঘাত করে হোপের হেলমেটে। তাতে তাৎক্ষণিক চিকিৎসা শেষে ওভার শেষ করলেও ফিল্ডিং করতে নামেননি হোপ।

এখান থেকেই সবার দুশ্চিন্তা ছিল হোপকে নিয়ে। গত দু`দিন ধরে কিছু পরিষ্কার জানা না গেলেও রবিবার সংবাদ সম্মেলনে হোপকে নিয়ে কথা বলেন কার্লোস ব্রেথওয়েট।

ক্যারিবীয় দলের এই টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলেন, হোপ বর্তমানে দুর্দান্ত খেলছেন। তাকে যে কোনোভাবেই কাল খেলতে হবে। যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ সে খেলবেই। অবস্থা যদি এমন হয় যে, স্ট্রেচারে করে মাঠে নিয়ে আসতে হবে তাহলে আমি সাহায্য করব।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঢাকায় একাই জিতিয়েছেন দলকে। টানা দুই ম্যাচে দুটি শতক। সিলেটে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আরেকটা শত রানের ইনিংস খেলেছিলেন শাই হোপ কিন্তু বাকিদের ব্যর্থতায় চরমভাবে হারতে হয়েছিল ওয়ানডে সিরিজ।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, ওয়ানডে সিরিজে হার বাকি রইল টি-টোয়েন্টি সিরিজ। ফরম্যাট বদলেছে, অধিনায়ক বদলেছে। টেস্ট সিরিজের ক্রেইগ ব্রেথওয়েট বদলে টি-টোয়েন্টির অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে কার্লোস ব্রেথওয়েটের হাতে, তাতে প্রত্যাশাও বেড়েছে ক্যারিবীয়দের।

টিআর/



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি