ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বড় সংগ্রহের পথে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৫, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অবিশ্বাস্য ক্যাচে ফিরলো সৌম্য। এর পরপরই বোল্ড হয়ে ফিরলেন লিটন দাস। ২২ বলে ৩২ রান করে সৌম্য সরকার এবং ৩৪ বলে ৬০ রান করে আউট হয় লিটন দাস।

শুরু থেকেই তাণ্ডব চালাচ্ছিলেন তামিম-লিটন। তামিম আউট হলে সৌম্য হাল ধরে। কিন্তু বেশিক্ষন টিকতে পারেনি সৌম্য। চলে যায় লিটনও। উইকেটে আসে মুশফিক। সেও ব্যর্থ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারের খেলা শেষে এক উইকেটে ১৩২ রান করে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। তাই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই।

এর আগে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

তবে আগের ম্যাচের মতো এবার টস ভাগ্যকে পাননি পাশে। ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট টস জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।   

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে উইন্ডিজের। আবার সিরিজে সমতায় ফিরতে চায় বাংলাদেশ। ফলে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি