ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানলেন রনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২১:৩৬, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ওয়েস্টইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানলেন আবু হায়দার রনি। এভিন লুইসকে ক্যাচের ফাঁদে ফেলে ড্রেসিং রুমে ফেরত পাঠায় রনি। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ৬ বলে ১ রান যোগ করতেই সাজঘরে ফিরে এই ক্যারিবিয় তারকা।

দলীয় ১৮ রানে প্রথম উইকেটের পতন ঘটায় ক্যারিবিয়দের জিততে হলে এই ম্যাচে আরও করতে হবে ১৯৪ রান। হাতে আছে ৯টি উইকেট।

এর আগে নিজেদের মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ২১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটন, সাকিব ও মাহমুদুল্লার বড় সংগ্রহে আলোর মুখ দেখতে থাকে বাংলাদেশ। সাকিবের ২৬ বলে ৪২ রান ও মাহমুদুল্লার ২১ বলে ৪৩ রানে শেষ পর্যন্ত ২১২ রানের বড় টার্গেট দেয় বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকাল ৫টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশে ক্রিকেট দল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি