ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

উইন্ডিজকে উড়িয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২২:৪৯, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

উইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা আনলো বাংলাদেশ। শুরুতে দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে স্কোরে জমা করেছে ২১১ রান। ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১৭৫ রানেই সব উইকেট কারিয়ে বসে ক্যারিবীয়রা। টাইগারদের দাপুটে বোলিংয়ে অবশেষে ৩৬ রানে হার মানতে বাধ্য হয় উইন্ডিজ শিবির।

সবে মাত্র ব্যাটিং করতে নেমেছে উইন্ডিজের ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে বোলিং করতে এসেই উইন্ডিজ ইনিংসে আঘাত হানলেন আবু হায়দার রনি। এভিন লুইসকে ক্যাচের ফাঁদে ফেলে ড্রেসিং রুমে ফেরত পাঠায় রনি। আউট হওয়ার আগে নিজের নামের পাশে ৬ বলে ১ রান যোগ করতেই সাজঘরে ফিরে এই ক্যারিবিয় তারকা।

টি-টোয়েন্টি সিরিজেও শুরুতেও ছিলেন স্বরুপে। মিরপুরের দ্বিতীয় ম্যাচেও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যদিও বেশিদূর যেতে দেননি মিরাজ। এই স্পিনারের বলে ১৯ বলে ৩৬ রান করে ফিরে গেছেন হোপ। ৬ বাউন্ডারি হাঁকিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি লিটন দাসের হাতে।

ব্যথা নিয়েই এলেন বোলিংয়ে এসেই তার জোড়া আঘাত হানে সাকিব আল হাসান। এক ওভারে বাংলাদেশ অধিনায়ক ফিরিয়েছেন শিমরন হেটমায়ার ও ড্যারেন ব্রাভোকে। তারপর একেরপর এক উইকেট হারিয়ে অসহায় আত্মসমর্পন করে ওয়েস্ট ইন্ডিজ।

এতদিন ঘরের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৯৩। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রেকর্ডটা নতুন করে লিখলো টাইগাররা। মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে স্কোরে জমা করেছে ২১১ রান।

একটুর জন্য টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রেকর্ড ভাঙা হয়নি। দেশ ও দেশের বাইরে মিলিয়ে কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫ রান। গত মার্চে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া ওই রেকর্ড ভাঙা না গেলেও ঘরের মাঠের সর্বোচ্চ রানকে টপকে গেছে। এ বছরের শুরুর দিকে লঙ্কানদের বিপক্ষেই মিরপুরে ১৯৩ রান করেছিল টাইগাররা।

লিটন দাসের হাফসেঞ্চুরির (৩৪ বলে ৬০) পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংস দুটিতে ২০০ ছাড়ানো স্কোর গড়েছে বাংলাদেশ। লিটনের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে একের পর এক শট খেলেছেন সাকিব-মাহমুদউল্লাহ। ব্যাটে ঝড় তুলে মাহমুদউল্লাহ ২১ বলে ৭ বাউান্ডারিতে অপরাজিত ছিলেন ৪৩ রানে। অন্যদিকে ক্যারিবিয়ান বোলারদের ওপর টর্নেডো বইয়ে সাকিব ২৬ বলে ৫ চার ও এক ছক্কায় খেলেছেন হার না মানা ৪২ রানের ইনিংস।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি