ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

লুইস ঝড় থামালেন রিয়াদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৮:১০, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে যাওয়া টাইগাররা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ ওভার লড়াই করে চার উইকেট হারিয়ে ১৫১ রান করছে ওয়েস্ট ইন্ডিজ।

আজ শনিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় বা শেষ ম্যাচে বিকেল পাঁচটায় মুখোমুখি হয় দুই দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

অবধি উইকেটে অপরাজিত আছেন রোভম্যান পাওয়েল (৪) এবং নিকোলাস পুরান (১)। সাকিব, মোস্তাফিজ নিয়েছেন একটি করে উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদ নিয়েছেন দুটি উইকেট।

উইন্ডিজদের উদ্বোধনী জুটিতে নামেন শাই হোপ এবং এভিন লুইস। ৫ ওভারেই তারা তুলে নেন ৭৬ রান। পঞ্চম ওভারের শেষ বলে সাকিব বোল্ড করে ফেরান ১২ বলে তিনটি চার আর একটি ছক্কায় ২৩ রান করা শাই হোপকে। পাওয়ার প্লের ৬ ওভারে সফরকারীরা তুলে নেয় ৮৮ রান। ১৮ বলে নিজের ফিফটি তুলে নেন এভিন লুইস। ইনিংসের সপ্তম ওভারে মোস্তাফিজ ফিরিয়ে দেন কেমো পলকে (২)।

অবশেষে লুইস ঝড় থামান মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের দশম ওভারে সাকিব বর তুলে দেন তার হাতে। নিজের দ্বিতীয় বলেই লুইসকে বোল্ড করেন রিয়াদ। বিদায়ের আগে যা করার করেন লুইস। ক্যারিবীয়ান এই ওপেনার ৩৬ বলে ৬টি চার আর ৮টি ছক্কায় করেন ৮৯ রান। পরের বলেই এলবির ফাঁদে পড়েন শিমরন হেটমেয়ার। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও হয়নি। বাংলাদেশের জন্য এই ম্যাচটিই হতে যাচ্ছে বছরের শেষ ম্যাচ।

বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবু হায়দার রনি এবং আরিফুল হক।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), শেরফানে রাদারফোর্ড, শিমরন হেটমেয়ার, ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, শাই হোপ, শেলডন কতরেল এবং ওশানে থমাস।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি