ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

রাজশাহীকে হারিয়ে শিরোপা জিতলো রংপুরের যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ২৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবলে রাজশাহী বিভাগকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতলো রংপুর বিভাগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে পুরষ্কার প্রদান করেন রাষ্ট্রাপতি আব্দুল হামিদ।

শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে প্রথমার্ধে দু’দলই কয়েকটি সুযোগ পেলেও গোল আদায় করতে পারেনি। মাঠে বসেই খেলা উপভোগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। 

দ্বিতীয়ার্ধের শুরুতে আপন চন্দ্র রায় প্রথম গোল করে রংপুরকে এগিয়ে নেন। এর সতেরো মিনিট পর আহাদের গোলে সমতায় ফেরে রাজশাহী।

নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময় শামীমের গোলে উল্লাসে ফেটে পড়ে রংপুর বিভাগ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন রংপুরের আপন। আর শামীম হয়েছেন সর্বোচ্চ গোলদাতা।

ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি