ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

নিউক্যাসলের জালে লিভারপুলের ৪ গোল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ২৭ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুল যেন অন্য যে কোনও সময়ের চেয়ে বেশি বিধ্বংসী, আক্রমণাত্মক এবং ক্ষুধার্ত। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোল উৎসব করে জিতেছে লিভারপুল।

বুধবার অ্যানফিল্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের আরও উঁচুতে উঠে গেল অলরেডরা।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের একাদশ মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় লিভারপুল। একটি ক্রস নিউক্যাসলের এক ডিফেন্ডার হেডে ফেরালে বল চলে যায় অরক্ষিত দেইয়ান লোভরেনের পায়ে। জোরালো হাভ ভলিতে গোলটি করেন ক্রোয়াট এই মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৮তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মোহামেদ সালাহ। ডি-বক্সে মিশরের এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। চলতি মৌসুমে লিগে এটা মিশরের মেসির দ্বাদশ গোল।

এরপর ম্যাচের ৭৯তম মিনিটে আবারও এগিয়ে যায় লিভারপুল। গোছানো এক আক্রমণে ব্যবধান আরও বাড়ান জেরদান শাচিরি। ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ছোট ডি-বক্সে বাড়ানো নিচু ক্রসে বলে পা লাগিয়ে লক্ষ্যভেদ করেন সুইস এই মিডফিল্ডার। আর ম্যাচের ৮৫তম মিনিটে হেডে নিউক্যাসলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো। বাকি সময়ে স্বাগতিকরা কোনও গোল শোধ করতে না পারায় বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যামের থেকে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল ক্লপবাহিনী। ম্যানচেস্টার সিটি ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি