ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

জয় দিয়ে বছর শেষ চেলসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ৩১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গোল পাননি এডেন হ্যাজার্ড। লক্ষ্যভেদ করতে পারেননি অভিয়ের জিরুও। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতার দিনেও চেলসির জয় ঠেকাতে পারেনি ক্রিস্টাল প্যালেস। কারণ লক্ষ্যভেদ করেছে মিডফিল্ডার এনগোলো কঁতে। আর তাতে টানা দ্বিতীয় জয়ে বছর শেষ করল ব্লুরা।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে প্যালেসের মাঠে ১-০ গোলে জিতেছে মাওরিসিও সাররির দল। তবে ঘাম ঝরানো জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানেই থাকতে হয়েছে চেলসিকে।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে সবদিক থেকেই এগিয়ে ছিল চেলসি। কিন্তু দুর্ভাগ্য ও প্যালেসের চমৎকার রক্ষণে সুবিধা করতে পারেনি তারা। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫১তম মিনিটে অতিথিদের এগিয়ে নেন কঁতে। দাভিদ লুইসের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই মিডফিল্ডার। তার শটে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি গোলরক্ষক। চলতি মৌসুমে কঁতের এটি তৃতীয় গোল। ম্যাচের বাকি সময়ে কোনও দল আর লক্ষ্যভেদ করতে না পারায় জয় দিয়ে রাঙিয়েই ২০১৮ সাল শেষ করলো ব্লুরা।

এই জয়ে ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল চেলসি। আর লিভারপুল ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি