ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

৬৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রীতিমতো ধুকছে রাজশাহী কিংস। ১৯০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৬৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি।

চারে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের অলরাউন্ডার লরি ইভান্সকে রান আউট করান সাকিব। ১০ রানে ফেরেন ইভান্স। এরপর পাঁচে ব্যাটিংয়ে নামা জাকির হাসান ফেরেন ২ রান করে।

ইনিংসের শুরু থেকে দলের হাল ধরা মোহাম্মদ হাফিজ ফেরেন রুবেল হোসেনের বলে উইকেটে পেছনে ক্যাচ তুলে দিয়ে। তার আগে ২৯ রান করেন পাকিস্তানের এই অলরাউন্ডার। এরপর প্যাভিলিয়নে ফিরলেন দলের কান্ডারি মিরাজ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ১১.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৪ রান।

১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই খেলছিলেন মোহাম্মদ হাফিজ ও মুমিনুল হক সৌরভ। প্রথম দুই ওভারে ২২ রান তুলে নেন রাজশাহী কিংসের এই দুই ওপেনার।

তৃতীয় ওভারে বোলিং এসেই জুটি ভাঙেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুমিনুল। ঠিক পরের ওভারে তিনে ব্যাটিংয়ে নামা সৌম্য সরকারকে ফেরান আন্দ্রে রাসেল।

রাজশাহীকে ১৯০ রানের চ্যালেঞ্জ দিল সাকিবরা: টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। জয়ের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংসকে করতে হবে ২০ ওভারে ১৯০ রান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি