ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

ফের চেলসিকে হারাল টটেনহ্যাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ৯ জানুয়ারি ২০১৯ | আপডেট: ২২:০১, ৯ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে চেলসিকে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইংল্যান্ড জাতীয় দলের স্ট্রাইকার হ্যারি কেইন।

মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে মাওরিসিও পচেত্তিনোর দল। ফলে এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে টটেনহ্যামের কাছে হারলো চেলসি।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৬তম মিনিটে কেইনের স্পট কিকে এগিয়ে যায় টটেনহ্যাম। ডি-বক্সে ইংলিশ এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় স্বাগতিকরা। ভাগ্য সহায় থাকলে ৪০তম মিনিটে সমতায় ফিরতে পারতো চেলসি। কিন্তু ফরাসি মিডফিল্ডার এনগোলো কঁতের শট পোস্টে বাধা পায়।

বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। কিন্তু গোলের দেখা না পাওয়ায় ১-০ গোলে হেরেই মাঠ ছাড়ে অতিথিরা।

আগামী ২৪ জানুয়ারি চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দু’দল। টাই করতে হলে ওই ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে মাওরিসিও সাররির দল চেলসিকে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি