ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

গোলের শতকে দাপুটে জয় ম্যানসিটির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২১ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে মৌসুমে শততম গোলের মাইলফলক স্পর্শ করল সিটিজেনরা।

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এ দিন, প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়ার পর গোলের দেখা পেলেন রাহিম স্টার্লিং ও লেরয় সানে। এতে সহজ জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখে ম্যানসিটি। এর ফলে ম্যাচের অষ্টাদশ মিনিটে এগিয়েও যায় ব্লুজরা। বাঁ দিক থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর জোরালো শট হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালেই পাঠান স্বাগতিকদের জার্মান ডিফেন্ডার ক্রিস্টোফার শিন্ডলার। এতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ভেতর তারাই একমাত্র ক্লাব, যারা একশো গোলের মাইলফলক স্পর্শ করল। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪তম মিনিটে লেরয় সানের ক্রস থেকে ডাইভিং হেডে গোল করেন রহিম স্টার্লিং। এর দুই মিনিট পর আগুয়েরোর হেডে বল পেয়ে সহজেই দলের তৃতীয় গোলটি করেন সানে। ম্যাচের বাকি সময় আর ব্যবধান বাড়েনি। ফলে ০-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।

এ জয়ে ২৩ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫৬। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। হাডার্সফিল্ড অবনমন অঞ্চল থেকে এখনও ১০ পয়েন্ট পেছনে থেকে সবার শেষে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি