ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সেভিয়ার মাঠে বার্সার হার

প্রকাশিত : ০৯:২০, ২৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কোপা দেল রেতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে চেনা রূপে দেখা মিলল না বার্সেলোনার। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা বার্সাকে সহজেই হারিয়েছে স্বাগতিকরা।

বুধবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় সেভিলার মাঠে ২-০ গোলে হেরেছে এরনেস্তো ভালভেরদের দল।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল শিরোপাধারী বার্সেলোনা, তবে আক্রমণে আধিপত্য করে স্বাগতিকরা। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো দারুণ ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে সেভিলাকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো সারাবিয়া।

ম্যাচের ৬৪তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল অতিথিরা। কিন্তু ফিলিপে কৌতিনিয়োর শট ক্রসবার ঘেঁষে বাইরে চলে গেলে হতাশ হতে হয় দলটিকে। এর পর ম্যাচের ৭৬তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে কাতালান ক্লাবটি। আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগার পাস গোলমুখে পেয়ে অনায়াসে জালে ঠেলে দিয়ে ব্যবধান দ্বিগুন করেন ফরাসি ফরোয়ার্ড বেন ইয়েদের।

আগামী বুধবার কাম্প নউয়ে সেমি-ফাইনালে ওঠার লক্ষ্যে ফিরতি পর্বে মাঠে নামবে টানা চারবারের চ্যাম্পিয়নরা।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি