ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

১০-০ গোলের জয়ে ফাইনালে ম্যানসিটি 

প্রকাশিত : ১০:৩১, ২৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে বার্টন অ্যালবিয়নের বিপক্ষে ৯-০ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল ম্যানচেস্টার সিটি। তাই দ্বিতীয় লেগ ছিল কেবলই আনুষ্ঠানিকতার। আর সেই ম্যাচেও তাদের হারিয়ে ফাইনালে উঠলো পেপ গার্দিওলার শিষ্যরা।

বুধবার রাতে বার্টন অ্যালবিওনের মাঠে সার্জিও আগুয়েরোর গোলে ১-০ ব্যবধানে জেতে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলের জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠলো দলটি।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথমার্ধেই গোল পেয়ে যায় সিটি। ম্যাচের ২৬তম মিনিটে কেভিন ডি ব্রুইনের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে মাহরেজ ব্যাক পাস দেন আগুয়েরোকে। চলন্ত বলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট চোখের পলকে জাল খুঁজে নেয়। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে আগুয়েরোর এটি ১৫তম গোল।

ম্যাচের বাকিটা সময় আর কোনও গোল না হলে ওই এক গোলেই এগিয়ে থেকে ফাইনালে ওঠে সিটিজেনরা।

ফাইনালে সিটি মুখোমুখি হবে আজ বৃহস্পতিবার অপর সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়া চেলসি বনাম টটেনহ্যাম হটস্পারের মধ্যের জয়ী দলের বিপক্ষে।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি