ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

গার্দিওলার শততম ম্যাচে অঘটনের শিকার ম্যানসিটি

প্রকাশিত : ১১:৪৩, ৩০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত ১৩ বছর পর দলটির কাছে হারের স্বাদ নিয়ে ফেরে ম্যানসিটি। ফলে কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে শততম ম্যাচের মাইলফলক স্পর্শের দিন হার দেখলেন পেপ গার্দিওলা।

মঙ্গলবার রাতে সেন্ট জেমস পার্কে ২-১ গোলে হেরে গেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। ২০০৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সিটির বিপক্ষে জিতেছিল নিউক্যাসল। ওই জয়ের পর সিটির বিপক্ষে খেলা ২২ লিগ ম্যাচে নিউক্যাসলের হার ১৯টি।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচ শুরুর ২৪ সেকেন্ডের মাথায় সার্জিও আগুয়েরোর গোলে লিড পায় সিটিজেনরা। রাহিম স্টার্লিংয়ের ক্রসে দাভিদ সিলভার হেড আটকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গোলরক্ষক। বল পেয়ে ছোট ডি-বক্সের ওপর থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড বাঁ পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন।

ম্যাচের ৩১তম মিনিটে কেভিন ডি ব্রুইনের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি আগুয়েরো। এরপর লক্ষ্যভ্রষ্ট শটে গোলের সুযোগ নষ্ট করেন লেরয় সানে। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অতিথিরা।

বিরতির পর সমতার স্বস্তি ফেরে নিউক্যাসল শিবিরে। ম্যাচের ৬৬তম মিনিটে সলোমন রনডন স্বাগতিকদের সমতায় ফেরান। আর ম্যাচের ৮০তম মিনিটে ম্যাট রিচি পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ফলে সব রকম প্রতিযোগিতায় ২২ ম্যাচ পর ম্যানসিটির বিপক্ষে জয়ের মুখ দেখল রাফা বেনিতেজের দল। আর এই হারে প্রিমিয়ার লিগ জয়ের দৌড় থেকে লিভারপুলের থেকে আরও পিছিয়ে পড়লো শিরোপাধারীরা।

চলতি লিগে এ নিয়ে তৃতীয় হারের স্বাদ পাওয়া সিটি ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ২৩ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট কম নিয়ে তারপরেই আছে চেলসি।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি