ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মালকমের গোলে মানরক্ষা বার্সার

প্রকাশিত : ০৯:৩১, ৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২২:০২, ৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ন্যু ক্যাম্পে ভাসকেসের গোলে শুরুটা দারুণ হয়েছিল রিয়াল মাদ্রিদের। তবে জাল অক্ষত রাখতে পারল না লস ব্ল্যাঙ্কোসরা। রোমাঞ্চকর ম্যাচে মালকমের গোলে মানরক্ষা হলো বার্সোলোনার৷

বুধবার রাতে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগটি ১-১ গোলে ড্র হয়েছে। ফলে ফাইনালের যেতে অপেক্ষা ২৭ ফেব্রুয়ারি বার্নাব্যু৷

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় রিয়াল মাদ্রিদ৷ ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। বাঁ-দিক থেকে ভিনিসিউস জুনিয়রের ক্রস ধরে ছোট ডি-বক্সে বল বাড়ান করিম বেনজেমা। আর তা নিখুঁতভাবে বার্সার জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার ভাসকেস। বার্সেলোনার বিরুদ্ধে এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৫টি অ্যাওয়ে ম্যাচের প্রতিটিতেই গোল পেল রিয়াল।

সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা বিরতির আগে বেশ কয়েকটি সুযোগ মিস করে। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। মালকমের গোলে সমতায় ফেরে বার্সা৷ ম্যাচের বাকি সময়ে কোনও দল গোলের দেখা পায়নি। ফলে ড্রতেই শেষ হয় ম্যাচটি।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি