ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

অতিরিক্ত সময়ের ৩ গোলে শেষ আটে পিএসজি

প্রকাশিত : ১১:৩৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৯

ফরাসি কাপের শেষ ষোলোতে তৃতীয় সারির ক্লাব ভিয়েফঁসের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হলো পিএসজিকে। তবে অতিরিক্ত সময়ে ৩ গোলের জয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তবে অতিরিক্ত সময়ে ৩ গোলের জয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে টমাস টুখেলের শিষ্যরা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপেসহ নিয়মিত একাদশের কয়েকজনকে বেঞ্চে রেখে খেলতে নামা পিএসজি প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

বিরতির পরও ম্যাচ একইভাবে চলতে থাকে। ফলে ম্যাচের ৬৪তম মিনিটে আনহেল দি মারিয়াকে বসিয়ে ফরাসি ফরোয়ার্ড এমবাপেকে নামান কোচ। ম্যাচের ৮১তম মিনিটে বদলি হিসেবে নামেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানিও। কিন্তু নির্ধারিত সময়ে কেউই পার্থক্য গড়ে দিতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অবশেষে অতিরিক্ত সময়ে গতি ফিরে পিএসজির পারফরম্যান্সে। ম্যাচের ১০২তম মিনিটে পিএসজির গোলের অপেক্ষা শেষ হয়। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন জার্মান মিডফিল্ডার ইউলিয়ান ড্রাক্সলার। ১১ মিনিট পর এমবাপের পাস ডি-বক্সে পেয়ে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবি কাছ থেকে বল জালে পাঠায়। এর পর ১১৯তম মিনিটে এমবাপের সহায়তায় ভিয়েফঁসের জালে শেষ গোলটি করেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি