ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মানে-ফিরমিনোর জোড়া গোলে লিভারপুলের জয়

প্রকাশিত : ১১:২১, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

অ্যানফিল্ডে জোড়া গোল করলেন রবের্তো ফিরমিনো। সঙ্গে সাদিও মানেও করলেন দুই গোল। এই দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে সহজেই হারিয়েছে লিভারপুল। 

রোববার ম্যাচটিতে বার্নলিকে ৪-২ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। পড়ে ঘুরে দাঁড়িয়ে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

ম্যাচের ৬ মিনিটেই ওয়েস্টউডের গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে ম্যাচের ১৯তম মিনিটে ফিরমানোর গোলে সমতা আনে তারা। এরপর দশমিনিট পর মানের গোলে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৬৭তম মিনিটে ফিরমানো গোল করে ব্যবধান বাড়ান ৩-১ এ। অতিরিক্ত সময়ে গুদমুন্দসন গোল করে ব্যবধান কমান ৩-২ এ। এরপর শেষ মুহুর্তে মানে গোল করলে ৪-২ এর জয় পায় লিভারপুল।    

এ জয়ে ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি