ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

রিয়ালে যোগ দেবেন এমবাপে?

প্রকাশিত : ১২:০৯, ১৩ মার্চ ২০১৯

টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ১০ মাস আগেই রিয়াল মাদ্রিদ ছেড়েছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। আবার ব্যর্থতার দিনেও রিয়ালকে সাফল্যের সরণীতে পৌঁছে দিতে ফিরে এসেছেন তিনি। এবার সেই জিদানের হাত ধরেই পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিতে পারেন কিলিয়ান এমবাপে। জল্পনা উস্কে দিলেন খোদ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো পেরেজ।

পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে কি যোগ দেবেন ফরাসি স্ট্রাইকার! জল্পনা উস্কে দিয়ে হাসতে হাসতে রিয়াল প্রেসিডেন্ট বলেন, ‘জিদানই পারেন এমবাপেকে মাদ্রিদে নিয়ে আসতে। কারণ এমবাপে আর জিদান দুজনেই যে ফরাসি।’

তবে গত সপ্তাহের শেষ দিকে এমবাপে নিজেই বলেন, ‘পরের মৌসুমেও আমি পিএসজির ফুটবলার, ১০০ শতাংশ নিশ্চিত থাকুন।’

পেরেজ এমন কথা বলার পিছনেও অবশ্য কারণ আছে। কারণ এবারের চুক্তি অনুযায়ী, দলবদলের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা থাকছে কোচ জিনেদিন জিদানের হাতেই। এখন দেখার জিদান নতুন মৌসুমে এমবাপেকে মাদ্রিদে নিয়ে আসতে পারেন কি না!

সূত্র: জি নিউজ

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি