ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রোনালদোকে ছাড়া জুভেন্টাসের প্রথম হার

প্রকাশিত : ২৩:১২, ১৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

চলতি মৌসুমে প্রথমবার ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই জেনোয়ার বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। পর্তুগিজ উইঙ্গারকে ছাড়া খেলতে গিয়ে সিরি ‘এ’র এই মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ পেলো চ্যাম্পিয়নরা।

রোববার জেনোয়ার মাঠে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস। ২৮ ম্যাচে এটাই তাদের প্রথম হার। অবশ্য ৭৫ পয়েন্ট নিয়ে নাপোলির (৫৭) ধরাছোঁয়ার বাইরে থেকে শীর্ষেই আছে তারা। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট পেছনে নেপলসের ক্লাব।

লুইজি ফেরারিস স্টেডিয়ামে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন ধারে খেলতে নামা স্তেফানো স্তুরারো। ব্যবধান দ্বিগুণ করেন গোরান পান্দেভ।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক করা রোনালদোকে এদিন বিশ্রাম দেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। শুরুতেই হোঁচট খেতে বসেছিল তারা। আধঘণ্টা খেলা হতে তাদের বক্সে জোয়াও কানসেলোর হাতে বল লেগেছে ভেবে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির ব্যবহারে সিদ্ধান্ত বদলে যায়।

আবারও ভিএআরের ব্যবহারে ৫৬ মিনিটে পাউলো দিবালার গোল অফসাইডে বাতিল হয়। ম্যাচের এক ঘণ্টা পার হতে পান্দেভকে বদলি নামায় জেনোয়া। আর ৭০ মিনিটে মাঠে নামেন স্তুরারো। বদলি নামার দুই মিনিট যেতেই এই ইতালিয়ান গোল করেন। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে দারুণ কাউন্টার অ্যাটাকে দ্বিতীয় গোল করেন পান্দেভ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি