ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন মেসি

প্রকাশিত : ১০:২৩, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

দীর্ঘ আট মাস পর লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে ফিরে এক ম্যাচ খেলেই ছিটকে গেলেন এই তরকা। লম্বা সময় দলের বাহিরে থাকার পরেও জয় এনে দিতে পারেনি তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হারে আর্জেন্টিনা। আর ম্যাচ শেষ জানা গেল কুঁচকির ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন দলের প্রাণভোমরা।

শুক্রবার রাতের ম্যাচে পুরোটা সময় মাঠে থাকলেও বার্সা ফরোয়ার্ডকে সেভাবে খুঁজেই পাওয়া যায়নি। উল্টো ম্যাচ শেষে তার ইনজুরিতে আক্রান্ত হওয়া কোচ লিওনেল স্কালোনির কপালে দুশ্চিন্তার ছাপ ফেলেছে সন্দেহ নেই।

ইনজুরির কারণে পরবর্তী প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামা হবে না মেসির। অবশ্য তিনি যে ওই ম্যাচে খেলবেন না তা আগেই জানিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। কারণ হিসেবে বার্সেলোনার শেষ ভাগের ব্যস্ততার কথা জানা গিয়েছিল।
অন্যদিকে, আর্জেন্টিনার জন্য আরও একটি দুঃসংবাদ আছে। দলের মিডফিল্ডার গঞ্জালো মার্তিনেজও ইনজুরির কারণে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি