ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শেষ দিকের গোলে মরক্কোকে হারাল আর্জেন্টিনা

প্রকাশিত : ১৫:৪৩, ২৭ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আগের ম্যাচে ভেনেজুয়েলার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠল আর্জেন্টিনা। মরক্কোর বিরুদ্ধে লিওনেল মেসিকে ছাড়াই জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মরক্কোর মাঠে ১-০ গোলে জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে মেসিহীন আর্জেন্টিনার খেলায় তেমন চটক চোখে পড়ল না। প্রথমার্ধে ফুটবলের চেয়ে হাতাহাতি আর ধাক্কাধাক্কিই হয়েছে বেশি। দুই দলই ১৪টি করে ফাউল করে বসে। বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল মরক্কোই। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকে।

বিরতি থেকে ফিরেও দিবালা-মার্তিনেসদের খেলায় আক্রমণে গতি বাড়েনি। অবশেষে ম্যাচের ৮৩তম মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। মাতিয়াস সুয়ারেসের ছোট পাস ধরে বেশ খানিকটা এগিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন বদলি নামা কোররেয়া।

ম্যাচের বাকি সময় আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করলেও সমতায় ফিরতে পারেনি স্বাগতকিরা। কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি ম্যাচে মরক্কোকে হারিয়ে একটু হলেও যেন আত্মবিশ্বাস ফিরে পেল লিওনেল স্কালোনির শিষ্যরা।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি