ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

রোনালদোকে তুরিনে ফিরিয়ে আনল জুভেন্টাস

প্রকাশিত : ১০:৪৮, ২৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ইউরো কোয়ালিফায়ার্সের মাঝখানেই পর্তুগাল জাতীয় শিবির ছেড়ে তুরিনে ফিরে এলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার তার আরও ডাক্তারি পরীক্ষা হবে।

রোনালদোর চোট নিয়ে আতঙ্কিত জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগে আয়াখস আমস্টারডামের সঙ্গে তাদের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলা ১০ এপ্রিল। সেই ম্যাচের আগে পর্তুগালের মহাতারকা ফুটবলার সুস্থ হন কি না সেটাই এখন দেখার।

রাশিয়া বিশ্বকাপের পরে জাতীয় দলের জার্সিতে সার্বিয়ার সঙ্গে খেলার সময় তার উরুতে চোট লাগে। পর্তুগালে তার ডাক্তারি পরীক্ষায় বলা হয়েছে, চোট গুরুতর নয়। কিন্তু জুভেন্টাস এ ব্যাপারে নিশ্চিন্ত হতে চায়। তাই তাকে দ্রুত তুরিনে ফিরিয়ে আনা হয়েছে।

রোনালদো অবশ্য প্রথমে ব্যক্তিগত কাজে বার্সেলোনা যান। সেখান থেকে প্রাইভেট জেটে তাকে তুরিনে নিয়ে আসা হয়। পরিস্থিতি যা তাতে রোনালদো সম্ভবত ইতালির লিগ সেরি আয় জুভেন্টাসের হয়ে পরের তিনটি ম্যাচ খেলতে পারবেন না। অবশ্য জুভেন্টাস লিগে অন্যদের থেকে এতটাই এগিয়ে আছে যে এই সব ম্যাচ এখন তাদের কাছে আর ততটা গুরুত্বপূর্ণ নয়। লিগ টেবলে দু’নম্বরে থাকা নাপোলির থেকে তারা ১৫ পয়েন্ট এগিয়ে আছে।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি