ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

এখনই অবসর নিয়ে ভাবছেন না মেসি

প্রকাশিত : ১০:৩৯, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

এখনই জাতীয় দল থেকে অবসরে যাবার কথা ভাবছেন না আজেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শুক্রবার আর্জেন্টাইন এক রেডিওতে দেয়া সাক্ষাতকারে এ কথা জানান বর্তমান ফুটবল বিশ্বের মহাতারকা মেসি।।

শ্রোতাদের অবাক করে বার্সেলোনা স্ট্রাইকার জানালেন লা-লিগায় চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর শূণ্যতা অনুভব করেন তিনিও। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দুঃস্বপ্ন এখনও তাড়া করে ফেরে বলেও জানান মেসি।

আর্জেন্টিনার জার্সি গায়ে বড় সাফল্য এখনও অধরা। কিছুটা হতাশা কাজ করলেও এখনই অবসরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান এই ফুটবল জাদুকর।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি