ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

রিয়ালের নাটকীয় জয়

প্রকাশিত : ১০:২৩, ১ এপ্রিল ২০১৯

ঘরের মাঠে আবার পয়েন্ট খোয়ানোর উপক্রম করেছিল রিয়াল মাদ্রিদ৷ কিন্তু করিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে মান বাঁচে মাদ্রিদের ক্লাবটির৷

রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জিনেদিন জিদানের দল।

নিজেদের মাঠে খেলতে নেমে পুরো ম্যাচ জুড়েই বল দখলে আধিপত্য দেখায় লস ব্ল্যাঙ্কোসরা। কিন্তু ম্যাচের তৃতীয় মিনিটে গোল হজম করতে হয় প্রতিযোগিতার সফলতম ক্লাবটির। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আর্জেন্টাইন ফরোয়ার্ড এসেকিয়েল আভিলা একজনকে কাটিয়ে ডি-বক্সে বল বাড়ান। আর প্রথম ছোঁয়ায় নিচু শটে গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন কলম্বিয়ার ফরোয়ার্ড হুয়ান কামিলা এরনান্দেস।

তবে ম্যাচের ২৫তম মিনিটে এক আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। হুয়েস্কার গোলরক্ষক করিম বেনজিমার শট ফিরিয়ে দিলে ফিরতি বল ব্রাহিম দিয়াজ গোল মুখে শট দিলে বল গোললাইনের কাছ থেকে অনায়েসেই গোল করেন ইসকো। ১-১ স্কোরলাইনে শেষ হয় প্রথমার্ধ।

বিরতির থেকে ফিরে ম্যাচের ৬২তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। গ্যারেথ বেলের ক্রসে হেডে গোলমুখে বল বাড়ান বেনজেমা। আলতো টোকায় বাকিটা সারেন দানি সেবাইয়োস।

এর পর ম্যাচের ৭৪তম মিনিটে সমতায় ফেরে অতিথিরা৷ গোমেজের ক্রস থেকে রিয়ালের জালে বল জড়ান এতজেইতা৷

আর নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন বেনজেমা৷ ম্যাচের ৮৯তম মিনিটে মার্সেলোর পাস থেকে গোল করে ঘরের মাঠে মাদ্রিদকে পুরো পয়েন্ট এনে দেন তিনি৷

এ জয়ে ২৯ ম্যাচে ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ সমসংখ্যক ম্যাচে ৬৯৷ অর্থাৎ রিয়ালের থেকে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা৷ দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৯৷

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি