ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

নাটকীয় ড্র বার্সার

প্রকাশিত : ১২:৪৭, ৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

স্প্যানিশ ফুটবল লিগে অবনমনের অঞ্চলের দল ভিলারিয়ালের মাঠে শুরুতেই দুই গোল করে জয়ের ধারা ধরে রাখার সম্ভাবনা জাগিয়েছিল বার্সেলোনা। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো প্রতিপক্ষের সামনে কোণঠাসা হয়ে পড়ে ব্লাউগ্রানেস খ্যাত দলটি। তবে শেষ ৩ মিনিটে জোড়া গোল তুলে শেষমেষ পয়েন্ট ভাগ করে নিল এরনেস্তো ভালভেরদের দল।

মঙ্গলবার রাতে ভিলারিয়ালের মাঠে রোমাঞ্চকর লড়াইটি ৪-৪ গোলে ড্র হয়। গত ডিসেম্বরে লিগের প্রথম পর্বে ঘরের মাঠে দলটিকে ২-০ গোলে হারিয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্তাদিও লা সিরামিকা স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। ডান দিক দিয়ে রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান মালকম। অনায়াসে আলতো টোকায় গোলটি করেন ফিলিপ কৌতিনিহো। এর ঠিক মিনিট চারেক বাদে স্কোরশিটে নাম তোলেন মালকম নিজেই। ভিদালের ক্রস থেকে দর্শনীয় হেডারে ব্যবধান দ্বিগুন করেন এই ব্রাজিলিয়ান।

তবে ঘরের মাঠে এদিন মোটেই ছাড়বার পাত্র ছিল না অবনমন অঞ্চলের দলটি। দুরন্ত পাসিং ফুটবলে ম্যাচের ২৩তম মিনিটে গোলের খাতা খুলে ফেরে তারা। স্যান্টি কাজোর্লার পাস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল চুকুয়েজের শট প্রাথমিকভাবে বার্সা গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে প্রতিহত হয়। ফিরতি বল ধরে ঠাণ্ডা মাথায় জালে রাখেন নাইজেরিয়ান। ১-২ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে এওয়ে দলটি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে গোলস্কোরার চুকুয়েজের পাস ধরে বক্সের মধ্যে বিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান তোকো একাম্বি।

এরপর মধ্যমনি লিওনেল মেসিকে আর বেঞ্চে বসিয়ে রাখার সাহস দেখাননি ভালভেরদে। তবে মেসি নামার পরের মিনিট অর্থাৎ ৬২তম মিনিটে তৃতীয় গোল হজম করে বার্সা। বাঁ দিক থেকে সতীর্থের রক্ষণচেরা পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার ভিসেন্তে ইবোরা।

পিছিয়ে পড়ে ম্যাচে আরও দু’টি পরিবর্তন নিয়ে ফেলেন বার্সা কোচ। কিন্তু দুরন্ত ফুটবলে ব্যবধান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। কিন্তু ম্যাচের ৮০তম মিনিটে আরেকটি প্রতি-আক্রমণে স্কোরলাইন ৪-২ করেন কার্লোস বাক্কা।

এরপর সবাই যখন ধরে নিয়েছে ম্যাচে বার্সার পরাজয় অবশ্যম্ভাবী ঠিক তখনই মেসি ম্যাজিক। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মেসির জাদু মাখানো ফ্রি-কিক ঠেকাতে ব্যর্থ হন ভিলারিয়ালের গোলরক্ষক। এটি মেসির ৩২তম লিগ গোল আর ছয় নম্বর ফ্রি-কিক গোল।

এরপর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে মেসির কর্নার ভিলারিয়াল রক্ষণে প্রতিহত হয়ে গিয়ে জমা পড়ে সুয়ারেজের কাছে। বাঁ-পায়ের জোরালো ভলিতে পিছিয়ে পড়া বার্সেলোনাকে সমতায় ফেরান উরুগুয়ে স্ট্রাইকার। ফলে ৪-৪ গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয় ম্যাচ। এতে বোধহয় চলতি মৌসুমে লা লিগার সবচেয়ে উত্তেজক ম্যাচটার সাক্ষী রইলেন ফুটবল প্রেমীরা।

এই ড্রয়ে ৩০ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০। আতলেটিকো মাদ্রিদ ৮ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৭ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি