ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

আজারের জোড়া গোলে চেলসির প্রতিশোধ

প্রকাশিত : ০৯:২৩, ৯ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

এদেন আজারের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠেছে চেলসি। সেইসঙ্গে লিগের প্রথম পর্বে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে পয়েন্ট হারানোর প্রতিশোধও নিলো ব্লুজরা।

সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতেছে উঠেছে মাওরিসিও সাররির দল। গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে গোলশূন্য ড্র করে ফিরেছিল ২০১৬-১৭ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ২৪তম মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন আজার। সতীর্থের পাস পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে এগিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে জাল খুঁজে নেন বেলজিয়ান ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর ম্যাচের ৯০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আজার। রস বার্কলির ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে বল জালে জড়ান আজার। চলতি লিগে এই নিয়ে ১৬ গোল করলেন তিনি।

এই জয়ে ৩৩ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে তৃতীয় স্থানে ওঠা চেলসির পয়েন্ট ৬৬। আর চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬৪। ৩৩ ম্যাচ খেলা লিভারপুল ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি