ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সেমির পথে এগিয়ে চেলসি

প্রকাশিত : ১১:৪৭, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে প্রতিপক্ষের মাঠে একমাত্র গোলটি করেছেন মার্কোস আলনসো। এতে সেমি ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে চেলসি।

বৃহস্পতিবার রাতে চেক রিপাবলিকের দল স্লাভিয়া প্রাগের মাঠে ১-০ গোলে জিতেছে মাউরিসিও সারির দল। অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় লেগে চেক প্রতিপক্ষকে স্বাগত জানাবে চেলসি।

এ দিন প্রতিপক্ষের মাঠে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয় চেলসি। ম্যাচের ২৫তম মিনিটে এগিয়ে যেতে পারতো ইংলিশ জায়ান্টরা। তবে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের বাঁকানো শট ক্রসবারে বাধা পায়। গোলশূন্যভাবেই শেষ হয়েছে প্রথমার্ধ।

বিরতির পর ম্যাচের ৮১তম মিনিটে ইয়ান বোরিলের জোরালো হাফ ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন চেলসি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

আর ম্যাচের ৮৬তম মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ব্লুজরা। ডান দিক থেকে উইলিয়ানের দারুণ ক্রসে লাফিয়ে নেওয়া হেডে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার মার্কোস আলোনসো। ম্যাচের বাকি সময়ে জালের দেখা পায়নি কোনও দল। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি