ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

দারুণ জয়ে সেমির পথে এগিয়ে আর্সেনাল

প্রকাশিত : ১৫:২৮, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। এতে দারুণ জয়ে সেমিফাইনালের পথে নিজেদের কাজটা এগিয়ে রাখল গানাররা।

বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে শেষ আটের প্রথম লেগে ইতালিয়ান ক্লাব নাপোলিকে ২-০ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের ১৫তম মিনিটেই লিড পায় ইংলিশ জায়ান্টরা। মাইটল্যান্ড নাইলেসের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়াতে ভুল করেননি অ্যারন রামসি।

আর ম্যাচের ২৫তম মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তররেইরার নিচু শট অতিথি ডিফেন্ডার কালিদু কলিবালির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

বিরতির পর আরও গোল পেতে পারতো স্বাগতিকরা। কিন্তু মেরেটের দুর্দান্ত সব সেভে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে ও পিয়েরে এমেরিক অবেমেয়াং সফল হননি। অবশেষে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।

সূত্র: লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি