ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

রোনালদো নতুন কাউকে চান বলেই আলেগ্রি-বিদায়?

প্রকাশিত : ১২:৩৭, ১৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

মাসিমিলিয়ানো আলেগ্রি জুভেন্টাসের হয়ে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন আগামী ২৬ মে, সাম্পোদোরিয়ার বিপক্ষে। কারণ চলতি মৌসুম শেষে জুভেন্টাস ছাড়ছেন ৫১ বছর বয়সী ইতালিয়ান এই কোচ।

জুভেন্টাসের দায়িত্ব ছাড়ার বিষয়টি গতকাল শুক্রবার নিজেই নিশ্চিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোদের কোচ।

২০১৪ সালে এসি মিলান থেকে তুরিনে আসেন আলেগ্রি। জুভেন্টাসে আসার পর টানা পাঁচটি সিরি আ জিতেছেন তিনি। কিন্তু ঘরোয়া লিগে সফল হলেও চ্যাম্পিয়নস লিগে বারবার ব্যর্থ হয়েছেন অ্যালেগ্রি।

অবশ্য এবার চ্যাম্পিয়ন্স লিগেও কোয়ার্টার ফাইনালিস্ট রোনালদোরা। আর টানা অষ্টম সিরি’ আ চ্যাম্পিয়ন জুভেন্টাস লিগের বাকি দুই ম্যাচ খেলবে আটালান্টা ও সাম্পোদোরিয়ার বিপক্ষে। এর পরই আলেগ্রি আর তাদের কোচ থাকছেন না।

অথচ, গত সপ্তাহেই আলেগ্রি তার জুভেন্টাস ছাড়ার সম্ভাবনা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, এই ধরনের কথা শুনে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি।

কিন্তু হঠাৎই ছবিটা পাল্টে গেল কেন সেটা একটা বড় রহস্য। অনেকে মনে করছেন, রোনালদো নতুন কাউকে চান বলেই আলেগ্রি-বিদায়।

একটি সূত্র জানায়, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ায় বার্সেলোনা পরের মৌসুমে কোচের পদে আর্নেস্তো ভালভারদেকে রাখছে না। তাই দায়িত্ব নিতে পারেন আলেগ্রি। কিন্তু গতকাল শুক্রবারই বার্সা পরিষ্কার জানিয়ে দিল, পরের মৌসুমেও ভালভারদে থাকছেন।

লাইভস্কোর ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি