ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

দুঃসময় পিছু ছাড়ছে না ক্যাসিয়াসের

প্রকাশিত : ১১:১১, ২৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

দুঃসময় যেন পিছু ছাড়ছে না স্পেনের বিশ্বজয়ী গোলরক্ষক কিংবদন্তি ইকের ক্যাসিয়াসের। হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচারের পর কেটে গেছে প্রায় তিন সপ্তাহ। ধীরে ধীরে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন এই তারকা ফুটবলার। কিন্তু কঠিন সময়ে তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন যিনি, সেই স্ত্রী সারা কার্বোনেরো আক্রান্ত মারণ ব্যধি ক্যানসারে।

তবে যাইহোক, এ ক্ষেত্রেও সাময়িকভাবে কেটে গেছে দুশ্চিন্তার কালো মেঘ। কারণ সম্প্রতি ডিম্বাশয়ে ক্যানসারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে কার্বোনেরোর। গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পেজে ক্যাসিয়াসের স্ত্রী নিজেই জানান সে কথা।

ইনস্টাগ্রাম পোস্টে কার্বনেরো বলেন, কয়েকদিন আগেই ডিম্বাশয়ে ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। যার সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। একইসঙ্গে তার ইনস্টাগ্রাম বার্তায় অস্ত্রোপচার পরবর্তী সময়ে সবকিছু যে ইতিবাচক দিকেই এগোচ্ছে, তাও জানান ক্যাসিয়াসের স্ত্রী।

কার্বোনেরোর কথায়, সবকিছু খুব ভালো দিকেই এগোচ্ছে। আমি ভাগ্যবান যে পর্যাপ্ত সময় পেয়েছি। তবে এখনও আগামী কয়েকমাস আমাকে লড়াই চালিয়ে যেতে হবে প্রয়োজনীয় চিকিৎসার জন্য। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি