ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ইউরোপা লিগে দুর্দান্ত জয়ে মৌসুম শেষ চেলসির

প্রকাশিত : ১১:১০, ৩০ মে ২০১৯

Ekushey Television Ltd.

মৌসুমের শেষটা ভালোই হলো চেলসির। ইউরোপা লিগ ফুটবলের ফাইনালে দুর্দান্ত এক জয় পেয়েছে ব্লুজরা। 

বুধবার রাতে চেলসির হয়ে জোড়া গোল করেন ইডেন হ্যাজার্ড। ফলে আর্সেনালকে ৪-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাওরিসিও সাররির দল।

বাকুর অলিম্পিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের ম্যাচে প্রথমার্ধ ছিল গোল শূন্য। আর দ্বিতীয়ার্ধের শুরুতে অলিভিয়ে জিরুদের গোল লিড পায় চেলসি। ম্যাচের ৬০তম মিনিটে গোল করে ব্যবধান বাড়ান পেদ্রো।

পাঁচ মিনিট পরে পেনাল্টি থেকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন হ্যাজার্ড। এরপর ম্যাচের ৬৯তম মিনিটে আর্সেনালের হয়ে গোল করে ব্যবধান কমান আলেক্স আইওবি।

তবে ম্যাচের চিত্র একটুও বদলায়নি। ম্যাচের ৭২তম মিনিটে ইডেন হ্যাজার্ড আরও একটি গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে শিরোপা তুলে নেয় চেলসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি