ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

দুর্দান্ত জয় দিয়ে কোপা অভিযান শুরু ব্রাজিলের

প্রকাশিত : ১০:১৩, ১৫ জুন ২০১৯ | আপডেট: ১২:০৩, ১৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

কোপা আমেরিকা ফুটবলের উদ্বোধনী ম্যাচে নেইমার না থাকলেও ফিলিপে কৌতিনহো তার অভাব মোটেই বুঝতে দেননি। তারকা এই মিডফিল্ডার করলেন জোড়া গোল। এতে কোপা আমেরিকায় দারুণ সূচনা পেয়েছে ব্রাজিল।

বাংলাদেশ সময় শনিবার সকালে সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তিতের দল।

দুর্দান্ত খেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শুভসূচনা করেছে ব্রাজিল। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সুবিধা করতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোল শূন্যতে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল ও এর তিন মিনিট পরেই আরও একটি গোল করেন কৌতিনহো। আর ম্যাচের ৮৫তম মিনিটে দলটির হয়ে শেষ গোলটি করেন ফরোয়ার্ড এভারটন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি