ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আশঙ্কা কাটিয়ে কোপার কোয়ার্টারে আর্জেন্টিনা

প্রকাশিত : ১৬:১১, ২৪ জুন ২০১৯ | আপডেট: ১১:১৯, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

কোপা আমেরিকা ফুটবলের এবারের আসরে খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল আর্জেন্টিনা। শেষ ম্যাচে কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামে লিওনেল মেসির দল। ম্যাচটিতে এশিয়ার আমন্ত্রিত দল কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাতে জার্মিও অ্যারেনা স্টেডিয়ামে কাতারকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করলেও, দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। আর এদিন, খেলার শুরুতেই প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৪ মিনিটে লাউতারো মার্তিনেসের আত্মঘাতী গোলে ১-০তে পিছিয়ে পড়ে কাতার। বিরতির পর ম্যাচের ৮২তম মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন সার্জিও আগুয়েরো।

এদিকে, প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আগেই শেষ আট নিশ্চিত করা কলম্বিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি