ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আফ্রিকান নেশন্স কাপ

দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়া-সেনেগাল

প্রকাশিত : ১৫:৫৮, ২ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

আফ্রিকান নেশন্স কাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে আলজেরিয়া ও সেনেগাল। ‘সি’ গ্রুপের ম্যাচে তানজানিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলজেরিয়া। এদিকে কেনিয়ার বিপক্ষে একই ব্যবধানের জয় পেয়েছে সেনেগাল।

মিশরের র্থাটি জুন স্টেডিয়ামে লিভারপুল তারকা সাদিও মানের সেনেগালের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে কেনিয়া। ফলে ম্যাচের প্রথমার্ধ ছিলো গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে কেনিয়ার রক্ষণ দুর্গে ফাটল ধরান ইসমাইলা সার। এর ৮ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন লিভারপুল তারকা সাদিও মানে।

আর ম্যাচের ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে, ব্যবধান ৩-০ করেন তিনি। এ জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল সেনেগাল। অন্যদিকে, তানজানিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আলজেরিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি