ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

প্রকাশিত : ১০:০৯, ৩ জুলাই ২০১৯ | আপডেট: ১১:১৯, ৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কোপা আমেরিকার সেমিফাইনালে ম্যাচের শুরুর দিকে গোছানো এক আক্রমণে দলকে এগিয়ে দিলেন গাব্রিয়েল জেসুস। জালের দেখা পেয়েছেন রবের্তো ফিরমিনোও। এতে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠলো ব্রাজিল।

বাংলাদেশ সময় বুধবার সকালে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা।

বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো খেলা আর্জেন্টিনা দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারতো। উল্টো সাত মিনিট পর প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়েই এগিয়ে যায় তিতের শিষ্যরা। গাব্রিয়েল জেসুস গোল করলে ১-০তে লিড নেয় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্ঠা চালালেও উল্টো গোল খেয়ে বসে আর্জেন্টিনা। ম্যাচের ৭১তম মিনিটে রবর্তো ফিরমিনো গোল করে ব্যবধান বাড়ান ২-০তে। শেষ পর্যন্ত আর গোল না হলে সেলেকাওদের কাছে হার নিয়ে মাঠ ছাড়ে মেসি বাহিনী।

প্রসঙ্গত, কোপা আমেরিকায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সবশেষ এর শিরোপাটি জিতেছিল ২০০৭ সালে। পরের দুটি আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৬ সালের আসরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল তারা। দীর্ঘ ১২ বছর পর অবশেষে আবার তারা উঠলো ফাইনালে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি