ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টারের লড়াই শুরু আজ

প্রকাশিত : ১৬:২০, ১০ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালের লড়াই আজ বুধবার দিবাগত রাত থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১টায় লড়বে আফ্রিকার দুই ফুটবল পরাশক্তি নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এর আগে রাত ১০টায় চমক জাগানো বেনিনের মুখোমুখি হবে সেনেগাল। একই গ্রুপে থেকে বাছাই পর্ব খেলেছে নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুইবারই হেসেছে সুপার ঈগলরা।

চূড়ান্ত পর্বেও দুর্দান্ত নাইজেরিয়া। গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নেয় তারা। আর দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী ক্যামেরুনের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় সুপার ঈগলরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ধারা অব্যাহত রাখতে চান দলের কোচ গেরোন রোহি। এদিকে, স্বাগতিক মিশরকে বিদায় করে শেষ আটের লড়াইয়ে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি