ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আটকে যাচ্ছে গ্রিজম্যানের দলবদল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:৫৬, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ফরাসি ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজম্যানের অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় দল বদল আটকে দিতে পারে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস।

বার্সেলোনার পরিশোধ করা রিলিজ ক্লজের অর্থের পরিমাণ নিয়ে তৈরি হওয়া বির্তকের কারণে গ্রিজম্যানের বার্সায় যোগ দেওয়া আটকে যেতে পারে।

গত ১২ জুলাই রিলিজ ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে ২৮ বছর বয়সী গ্রিজম্যানকে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে দলের টানার ঘোষণা দেয় কাতালানরা। এরপরই অভিযোগ তোলে অ্যাতলেটিকো। রিলিজ ক্লজ হিসেবে ১২ কোটি ইউরো অপর্যাপ্ত বলে দাবি করে মাদ্রিদের ক্লাবটি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি