ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ক্রিকেটার নাফিস ইকবালের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ৩১ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালের জন্মদিন আজ। ১৯৮৫ সালের আজকের এই দিনে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। নাফিস ৩৪টি বসন্ত পার করে আজ ৩৫ বছর বয়সে পা রাখলেন।

জাতীয় দলের এই সাবেক খেলোয়াড়ের পুরো নাম মোহাম্মদ নাফিস ইকবাল খান। বেশি পরিচিত নাফিস ইকবাল হিসাবে। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম পেস বোলার। তারা দুই ভাই। জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের বড় ভাই তিনি।

এছাড়াও তার আরো একটি পরিচয় রয়েছে। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিবিসি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের ভাতিজা।

নাফিস ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা বড় নয়। ১১ টেস্টে ৫১৮ রান। সর্বোচ্চ রান ছিলো ১২১। ২০০৪ সালে তার টেস্ট অভিষেক হয়। আর ১৬ ওয়ানডেতে তিনি করেছেন ৩০৯ রান। সর্বোচ্চ রান ছিলো ৫৮। ওয়ানডে অভিষেক হয় ২০০৩ সালের ৭ নভেম্বর।
এসএ/
 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি