ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

ইউএস ওপেনে চ্যাম্পিয়ন থিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইউএস ওপেনে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে প্রথমবারের মতন শিরোপা জিতলেন ডমিনিক থিয়েম। ফাইনালে প্রথম দুই সেট হেরেও দুর্দান্ত জয় তুলে নেন এই অস্ট্রিয়ান তারকা।

এটি থিয়েমের ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়। এর আগে, আরো তিনবার ফাইনালে খেললেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার। ইউএস ওপেনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে প্রথম দুই সেট ২-৬ ও ৪-৬ গেমে হেরে পিছিয়ে পড়েন ডমিনিক থিয়েম। 

কিন্তু তৃতীয় সেটে ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান। চতুর্থ সেটে ৬-৩ গেমে জিতে ম্যাচে সমতা আনেন এই তরুণ সেনসেশান। পঞ্চম ও শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে ৭-৬ গেমে জেরেভকে হারিয়ে শিরোপা জেতেন থিয়েম।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি