ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

সস্ত্রীক করোনায় আক্রান্ত ডেভিড উইলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ১৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৪:২১, ১৮ সেপ্টেম্বর ২০২০

ইংল্যান্ডের অল-রাউন্ডার ডেভিড উইলি সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের চলতি আসরে তিনি ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামছিলেন। সেখানেই গ্রুপের ম্যাচ খেলার সময় করোনায় আক্রান্ত হন তিনি।

ইয়র্কশায়ার এক টুইট বার্তায় উইলির করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছে। তার সংস্পর্শে আসায় দলের আরও তিন ক্রিকেটার টম কোলার-ক্যাডমোর, জোশ পয়সডেন ও ম্যাথু ফিশারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে তারা গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

করোনায় আক্রান্তের খবর জানিয়ে টুইট করেছেন উইলিও- ‘আমার স্ত্রী ও আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি তার। সে সিরিজে খেলার জন্য ‘বায়ো বাবলে’ও থাকতে হয়েছিল তাকে। সেখান থেকে বাদ পড়ে বায়ো বাবল ছেড়ে ইয়র্কশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে যোগ দেন। এখানে দুই ম্যাচ খেলেই এবার করোনায় আক্রান্ত হয়েছেন।

২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উইলির। ইংল্যান্ডের হয়ে ২৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৪ উইকেট পেয়েছেন তিনি। আর ৪৯ টি ওয়ানডে খেলে তার ঝুলিতে গেছে ৬০ উইকেট।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি