ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

হারের পথে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৯ ফেব্রুয়ারি ২০২১

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টের পঞ্চম দিনে নেমেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। আগের দিনের ৩৯ রান আর ৯ উইকেট হাতে নিয়ে ৩৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বিরাট কোহলি বাহিনী। ১১৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় ধুকছে ভারত।

এখন ভারতের জয়ের জন্য দরকার ৩০৩ রান কিন্তু হাতে আছে মাত্র ৪টি উইকেট। যদিও বিরাট কোহলি এখনও ব্যাট করছেন। তবে তাকে সঙ্গ দেওয়ার মতো কোন ব্যাটসম্যান নেই। 

কোহলি ব্যাট করছেন ২৫ রান নিয়ে, অপরদিকে আছেন ০ রানে আছেন রবিচন্দন অশ্বিন।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ৫৭৮ রানের পাহাড়। জবাবে ভারত ৩৩৭ রানে আউট হলে ২৪১ রানের লিড পায় ইংলিশরা। যদিও তারা দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলিং তোপে ১৭৮ রানে অলআউট হয়ে যায়।

ফলে দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪২০ রান। এই লক্ষ্যে খেলতে নেমে গতকাল ১ উইকেট হারিয়ে ৩৯ তোলে। আর আজ সকালে নেমেই ইংলিশরা ধসিয়ে দিয়েছে ভারতীয় ব্যাটিংলাইন।

৬ শিকারের মধ্যে জেমস এন্ডারসনের ৩টি, জ্যাক লিসের ২টি এবং ডোমিনিকের ১টি। রোহিত শর্মা ১২, গিল ৫০, পুজারা ১৫, রাহানে ০, রিশপ পন্থ ১১ ও ওয়াশিংটন সুন্দর ০ রানে আউট হন। এই ৬ শিকারের মধ্যে জেমস এন্ডারসনের ৩টি, জ্যাক লিসের ২টি এবং ডোমিনিকের ১টি।
এএইচ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি