ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

পাকিস্তান-ইংল্যান্ড প্রথম ওয়ানডে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ৮ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। কার্ডিফে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। 

তবে প্রথম ওয়ানডের আগেই ইংল্যান্ড শিবির করোনার হানায় জর্জরিত। দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ৭ জন সিরিজ শুরু হওয়ার দুদিন আগেই করোনা পজিটিভ হয়েছেন। সবাই আইসোলেশনে রয়েছেন। করোনার কারণে পাকিস্তানের বিপক্ষে অপেক্ষাকৃত দুর্বল দলই খেলাতে হচ্ছে ইংল্যান্ডকে। অবশ্য এই পরিস্থিতি ইংল্যান্ডের জন্য শাপে-বর হতে পারে। 

এদিকে ইংল্যান্ড দলে আসা নতুনমুখগুলো চমকে দিতে পারে পাকিস্তানকে। তবে পরিস্থিতি যা-ই হোক, নিজেদের প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে যে দল আজ মাঠে নামবে, তার মধ্যে রয়েছে ৭ নতুনমুখ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি