ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪

গ্রুপের শীর্ষে স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৮, ১২ নভেম্বর ২০২১ | আপডেট: ০৯:৫৪, ১২ নভেম্বর ২০২১

বিশ্বকাপ বাছাইয়ে ইউরো অঞ্চলে নিজেদের ‘বি’ গ্রুপের শীর্ষে উঠেছে স্পেন। গ্রিসের বিপক্ষে ১-০ গোলের জয়ে বিশ্বকাপ খেলার পথে এগিয়ে গেলো দলটি।

এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে বৃহস্পতিবার রাত পৌনে ২টায় শুরু হওয়া ম্যাচটিতে স্প্যানিশরা জিতেছে কিছুটা ভাগ্যের সহায়তায়। জয় সূচক একমাত্র গোলটি যে এসেছে পেনাল্টি থেকে। প্রথমার্ধে পাওয়া ওই এক গোল নিয়েই ম্যাচ শেষ করে দলটি।

গ্রিসের বিপক্ষে ম্যাচের শুরুতে লিড নেয় স্পেন। ম্যাচের ২৬তম মিনিটেই পেনাল্টি পায় স্পেন। বল দখলের লড়াইয়ে ইনিগো মার্তিনেস ফাউল করেন গ্রিসের ফুটবলার। স্পট কিকের সুযোগ মিস করেননি সারাবিয়া। লিড এনে দেন দলকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়া গ্রিস দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সাফল্যের দেখা পায়নি। ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলে স্পেন। একের পর এক আক্রমণ করলেও অবশ্য দলটি পেনাল্টির ওই এক গোল ছাড়া আর গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়ে স্প্যানিশরা।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি