ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

আশা জাগিয়েও হতাশ করল বাংলাদেশের মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ২৫ মার্চ ২০২২

নারী বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে বোলিং নেয় অজিরা। তবে ওভার কমে ৭টি। ৪৩ ওভারের ম্যাচে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৫ রান। এ রান তাড়ায় নেমে শুরুতে বাঘিনীদের বোলিং তোপে কেঁপে ওঠে অস্ট্রেলিয়া। তবে শেষ মেষ ৫ উইকেটে জিতে যায় তারা।

দ্বিতীয় ইনিংসে ২৬ রান তুলতেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর আরও দুই উইকেটের পতন হলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

ব্যাটিং এ শুরুটা ভালোই ছিল টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে ৩৩ রান তোলেন মুর্শিদা খাতুন আর শারমিন আক্তার। তবে ১২ রান করে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফারজানা হক (৮) সেট হয়ে আউট হন। শারমিন আক্তার ফেরেন ২৪ করে। অধিনায়ক নিগার সুলতানাও ৭ রানের বেশি করতে পারেননি।

রুমানা আহমেদ ও লতা মণ্ডলের জুটিটা আশা দেখাচ্ছিল বড় রানের। তবে ৩৩ রান করে জুটি ভাঙে রুমানার ১৫ রানে বিদায়ে। এরপর সালমা খাতুনকে নিয়ে ৩৬ রানের জুটি বাঁধেন লতা। ৬৩ বলে ৩৩ রান করা লতাকে ফেরান স্কাট। সালমার ব্যাটে করেন ২৩ বলে অপরাজিত ১৫ রান।

অজিদের পক্ষে ২টি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার ও জেস জোনাসেন। ১ উইকেট করে নেন মেগান স্কাট ও অ্যানাবেল সাদারল্যান্ড।
এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি